রৌমারীতে শেষ হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

নৌকা বাইচের ফাইনাল খেলায় প্রতিযোগিতা করছে দূরন্ত চিতা ও হাওয়ার তরীকুড়িগ্রামের রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ গোলাম হোসেন (এমপি) স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কর্তিমারী নৌকা ঘাট এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচের ফাইনাল দেখতে নদীর দুই পারে ভিড় জমান হাজারও মানুষ।
নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে পাখিউড়া গ্রামের দূরন্ত চিতাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইজলামারীর হাওয়ার তরী নৌকা। পরে প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া নৌকার মালিকদের পুরস্কার হিসেবে একটি করে গরু তুলে দেওয়া হয়।
নৌকা বাইচের ফাইনাল দেখতে ভিড় জমান হাজারও মানুষপ্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. সিরাজুল ইসলাম, রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম, শৌলমারী ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, যাদুরচর ইউপি চেয়ারম্যান শরবেশ আলী, মো. আবু হানিফ মাস্টার প্রমুখ।
আরও পড়ুন-
জয়পুরহাটে ২ প্রাইভেট কারসহ ৬ ভুয়া ডিবি পুলিশ আটক