বরিশালে ২১ দিনে ৫৩৩ জেলের জেল-জরিমানা

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ শিকারের দায়ে গত ২২ দিনে (১ অক্টোবর-২১ অক্টোবর) বরিশালের ছয় জেলার পাঁচশ’ ৩৩ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুল হক এ তথ্য জানিয়েছেন।

আজিজুল হক জানান, গত ১ অক্টোবর থেকে শনিবার বিকাল পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস্য অধিদফতরের নেতৃত্বে মোট এক হাজার ৯৬৯ বার অভিযান ও ৯১৯ বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, যার অধীনে ৬০৬টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, এসময়ে ১৪ লাখ আট হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় হয়েছে এবং ৯ হাজার ৬৬ কেজি ইলিশ ও প্রায় ৩৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। একইসঙ্গে এপর্যন্ত বেশ কিছু মাছ ধরার নৌকা ও ট্রলারও জব্দ করা হয়।