কুমিল্লার অশোকতলায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ

জলাবদ্ধতায় জনদুর্ভোগচলতি সপ্তাহে দুই দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। বিভিন্ন এলাকার পানি সরে গেলেও অশোকতলা, রেইসকোর্স, ডিসি সড়কসহ বিভিন্ন নিচু এলাকার পানি চারদিনেও সরেনি। এ পানি সরতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার লাখো মানুষ। বিশেষ করে অশোকতলা এলাকার মানুষ বেশি দুর্ভোগে রয়েছেন। সেখানকার বাসাবাড়িতে জমেছে হাঁটু সমান পানি। ওই এলাকার সড়কে এখনও হাঁটুপানি। কোথাও কোথাও মোটর পাম্প লাগিয়ে  বাসার পানি সরানো হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা,পানি সরার স্থানে বাসা,ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় পানি সরতে পারছে না।

অশোকতলা এলাকার বাসিন্দা অ্যাডভোকেট ফাহমিদা জেবিন বলেন,এই এলাকায় মানুষ নিচতলায় বসবাস করতে পারছে না। রাস্তায় এখনও অনেক পানি। সামনের একটি কালভার্ট বন্ধ থাকায় এ সমস্যা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে কারও কোনও উদ্যোগ নেই।

রেইসকোর্স এলাকার বাসিন্দা সমাজকর্মী মাইমুনা আক্তার রুবী বলেন,বৃষ্টি হলে এসব এলাকা সপ্তাহখানেক ধরে ডুবে থাকে। এখানে জলাদ্ধতা আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কারও কোনও মাথাব্যথা নেই।

অশোকতলা এলাকার সিটি কাউন্সিলর শো. শাহ আলম বলেন,আমার নিজের বাসায়ও হাঁটুপানি। মানুষ আশা করে ভোট দিয়েছিল, কিন্তু তাদের সমস্যার সমাধান করতে পারছি না।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, লোকজন আশপাশে হাউজিং ও বাড়িঘর করায় পানি সরছে না। মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।