পাথর তুলতে গিয়ে ছয় জনের মৃত্যু: তিন সদস্যের তদন্ত কমিটি

সিলেট

সিলেটের কানাইঘাটের লোভাছড়ার মোলাগুলের বাংলাটিলায় সুড়ঙ্গ করে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে ছয় জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শামসুল আলম সরকার জানান, তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কানাইঘাট থানার ১নং লক্ষীপাশা ইউনিয়নের কান্দালা নয়াবাজার সংলগ্ন বাংলাটিলায় সুরঙ্গ করে পাথর উত্তোলনের সময় ভূমি ধসে চার শিশুসহ ছয় জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জাকির হোসেন (১৬), নাহিদ  মিয়া (১৩), সাকিল মিয়া (১২), মারুফ (১৩), আব্দুল কাদির (১৩), সুন্দর আলী (৩৫)। নিহতরা কানাইঘাটের থানার কান্দালা কোনাপাড়া গ্রামের বাসিন্দা।