‘যুবলীগের হামলায়’ আহত এমপি কেয়া চৌধুরী হাসপাতালে

আইসিইউ-তে এমপি কেয়া চৌধুরী (ছবি- প্রতিনিধি)

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বেদেপল্লিতে ‘যুবলীগের কিছু নেতাকর্মীর হামলায়’ আহত হয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য (এমপি) আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৯টায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কেয়া চৌধুরীকে আইসিইউ-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে মেডিসিন বিভাগের চিকিৎসকরা রয়েছেন। কেয়া চৌধুরী আগ থেকে অনেকটাই সুস্থ। শনিবার (১১ নভেম্বর) শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেবিনে নেওয়া হবে।’

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বেদে পল্লিতে এক অনুষ্ঠানে সংরক্ষিত (হবিগঞ্জ-সিলেট) আসনের মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হলে সঙ্গে সঙ্গে কেয়া চৌধুরীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কেয়া চৌধরীর ব্যক্তিগত সহকারী মামুন আহমদ বলেন, ‘বাহুবল উপজেলার ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদের মেম্বার শাহেদের নেতৃত্বে যুবলীগের একদল নেতাকর্মী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ম্যাডামের ওপর হামলা চালায়।’

তিনি অভিযোগ করেন, ‘হামলার সময় পুলিশ নিরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। এসময় ম্যাডামসহ আমরা কয়েক জন আহত হয়েছি।’

আরও পড়ুন- 

হবিগঞ্জে এমপি কেয়া চৌধুরীর অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীদের হামলা