রংপুরের ঠাকুরপাড়ায় হামলাকারীদের বিচারের দাবিতে খুলনায় স্মারকলিপি

পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নি সংযোগ ও হামলাকারীদের বিচার দাবিতে রবিবার (১২ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) খুলনা জেলা কমিটি এ স্মারকলিপি প্রদান করে।

খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসান বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনাম-এর খুলনা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অলোকানন্দা দাস, সহসভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রনি, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম ও শারির অ্যাডভোকেসি অফিসার পলাশ দাশ।

স্মারকলিপিতে আপত্তিকর কার্টুনসহ ফেসবুকে লেখার স্ক্রিনশট প্রচারকারী হিসেবে দিঘলিয়ার মাওলানা আসাদুল্লাহ হামিদীকে অভিযুক্ত  করেছেন তারা। ঘটনার তদন্ত করে তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

এদিকে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলা কমিটির নেতারা মাওলানা আসাদুল্লাহ হামিদীকে এ ঘটনায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে সোমবার এ ব্যাপারে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার আহ্বানে রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সোমবার বিকাল তিনটায় পাওয়ার মোড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।