খুলনা থেকে অপহরণের ৮ দিন পর সুন্দরবন থেকে উদ্ধার

অপহরণের ৮ দিন পর উদ্ধার জ্যোতিষ

খুলনার কয়রা থেকে অপহৃত জ্যোতিষ প্রসাদ মাহাতোকে (৪৫) কে অপহরণের আট দিন পর গভীর সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে। কয়রা পুলিশের একটি বিশেষ দল শুক্রবার  (১৭ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে মহেশ্বরীপুর ইউনিয়নের কয়রা ফরেস্ট অফিসের আওতাধীন মটের খালের পূর্ব পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা তাদের ব্যবহৃত নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে ঢুকে যায়।

এসময় অপহরণকারীদের ফেলে যাওয়া কাঠের নৌকা থেকে অক্ষত অবস্থায় অপহৃত জ্যোতিষ প্রসাদ মাহাতোকে (৪৫) উদ্ধার করা হয়। তিনি কয়রা উপজেলার হরিহরপুর গ্রামের মৃত মতিলাল মাহাতোর পুত্র।

আটককৃত নৌকাটি পুলিশ হেফাজতে রয়েছে এবং অপরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।  

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ভোর রাতে জ্যোতিষ প্রসাদ মাহাতো ও তার ছোট ভাইকে নিজ বাড়ি থেকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দস্যুরা। এসময় ছোট ভাই ধীরেশ মাহতো পালাতে গেলে গুলিবিদ্ধ হন। এ অবস্থায় বড় ভাই জ্যোতিষ প্রসাদ মাহাতো নিয়ে দস্যুরা সুন্দরবনের দিকে চলে যায়। ধীরেশ মাহাতোকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।