রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় আটক ১

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে হলের সামনে থেকে অপহরণের ঘটনায় ওই ছাত্রীর সাবেক স্বামীর বাবাকে আটক করা হয়েছে।  শুক্রবার (১৭ নভেম্বর) রাতে নওগাঁ জেলার পত্মীতলা থেকে তাকে আটক করে পুলিশ।

ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

এর আগে নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল নয়টার দিকে পরীক্ষা দেওয়ার উদ্দেশে তাপসী রাবেয়া হল থেকে বের হন ওই ছাত্রী। হল থেকে বের হওয়ার পর ৩-৪জন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা ওই ছাত্রীকে সাদা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানাও ছিল বলে সহপাঠীরা দাবি করেন।

তিনি বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের ছাত্রী। তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী।  তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার।

আরও পড়তে পারেন: রাবিতে ছাত্রী অপহরণের ঘটনায় মামলা