সমাপনী পরীক্ষার চার পর্যবেক্ষককে অব্যাহতি

কুমিল্লাকুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার দায়ে পরীক্ষাকেন্দ্রে নিয়োজিত চার জন কেন্দ্র পর্যবেক্ষককে পরীক্ষা সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) ইংরেজি বিষয় পরীক্ষা চলাকালে দেবিদ্বার উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নবিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। দেবিদ্বার উপজেলা শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার এ তথ্য জানান।

খগেন্দ্র চন্দ্র সরকার জানান, দায়িত্বে অবহেলার দায়ে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পর্যবেক্ষক বড়শালঘর বেগম নূরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দনা রানী রায়, প্রজাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছলিমা আক্তার ও বড়শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আক্তার এবং নবিয়াবাদ কেন্দ্রের পরিদর্শক কুরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি জানান, ফারজানা আক্তার মোবাইল ফোনে ছবি তুলে ইমুতে পাঠাবার চেষ্টাকালে তাকে হাতে-নাতে ধরা হয়।