সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত, ১১ জেলে উদ্ধার

বন্দুকযুদ্ধ

খুলনার কয়রা উপজেলা সংলগ্ন সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড গামা মণ্ডল (৩৭) নিহত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে সুন্দরবনের ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১১ জেলেকে উদ্ধার এবং দুইটি আগ্নেয়াস্ত্র ও দুইটি নৌকা জব্ধ করা হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দস্যুবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে পুলিশের একটি দল আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় যায়। সেখান থেকে দলটি ভায়রার খাল এলাকায় যায়। এসময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দস্যুরা পালিয়ে যায়। এরপর পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে ১১ জেলেকে উদ্ধার করে। এসময় দস্যু গামা মণ্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি এনামুল হক জানান, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুই জন সদস্য আহত হয়েছে।