হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে অভিভাবকরা (ছবি- প্রতিনিধি)

অনিয়মের অভিযোগ তুলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়েছেন অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। একইসঙ্গে তারা ফল বাতিল না হলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক হাসানুজ্জামান। এসময় অভিভাবক লাইছুর রহমান, রায়হান কবীর সোহাগ, মনিরুজ্জামান, আসাদুর রহমান তপন, মমতাজুল হক জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ১৮ নভেম্বর একই অভিযোগ তুলে ফল বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়টির প্রগতিশীল শিক্ষক ফোরাম।