মৌমাছির কামড়ে কুড়িগ্রামে আহত ৫০




কুড়িগ্রামপিইসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের মোগলবাসায় মৌমাছির কামড়ে প্রায় ৫০ জন পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আহত হয়েছেন। আহতদের ম‌ধ্যে ২৫ জন‌কে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর ম‌ধ্যে ১৩ শিশু শিক্ষার্থী শিশু ওয়া‌র্ডে এবং এক শিক্ষকসহ দুই জন‌ পুরুষ ওয়া‌র্ডে ভ‌র্তি র‌য়ে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. জাহা‌ঙ্গির আলম।

আহত শিক্ষক, অ‌ভিভাবক ও শিক্ষার্থী‌দের সঙ্গে কথা ব‌লে জানা গেছে, বুধবার (২২ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার সেনের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোগলবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে প‌রীক্ষা শে‌ষে ফেরার পথে সৈনিকপাড়া এলাকায় আসলে আকস্মিকভাবে এক ঝাঁক মৌমাছি তাদের ওপর আক্রমন করে।

মৌমাছির কামড়ে আহত মাজাগ্রাম সরকা‌রি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান জানান, মোগলবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন শেষে পরীক্ষার্থীদের সঙ্গে আমিও বাড়ি ফিরছিলাম। পথে সৈনিকপাড়া এলাকায় মৌমাছির দল হঠাৎ করে আক্রমন করে। মৌমাছি প্রতিজনকে ৫ থেকে ৭টা করে হুল বসায়। আমি নিজেও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহা‌ঙ্গির আলম জানান, মৌমাছির কামড়ে আহত ক‌য়েকজন‌কে প্রাথ‌মিক চিকিৎসা দেওয়া হয়ে‌ছে। কিছু পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আর যারা একটু বে‌শি অসুস্থ তাদের হাসপাতালে ভ‌র্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।