বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি: চট্টগ্রামে ছাত্রলীগের আনন্দ মিছিল

ছাত্রলীগের আনন্দ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ। শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল চারটার দিকে নগরীর কাপাসগোলা এলাকা থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নগরীর তেলেপট্টি রোড, কেয়ারী মোড়, গোলজার মোড় হয়ে অলি খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় মিলিত হন ছাত্রলীগ নেতাকর্মীরা।

পথসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের মুক্তির মূলমন্ত্র। এখন এই ভাষণ বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি এবং বিশ্বমানবের মুক্তির মন্ত্ররূপে প্রতিষ্ঠিত হয়েছে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে চকবাজার থানা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, রূপন দাশ, মো. রুবেল, মো. কাইয়ুম, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল মারূপ সোহেলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।