সংখ্যাগরিষ্ঠতা পেলো ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’

সভাপতি ও সাধারণ সম্পাদকবগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ প্যানেল ১৩ কার্য নির্বাহী সদস্য পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেল শুধু দুটি নির্বাহী সদস্য পদ পেয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি গণনা শেষে শুক্রবার (২৪ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণা করেছে।

সভাপতি পদে আফতাব উদ্দিন আহম্মেদ ৩৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম লুৎফে গালিব আল জাহিদ মৃদুল পেয়েছেন ২৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে একেএম সাইফুল ইসলাম ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মকবুল হোসেন মুকুল পেয়েছেন ২৭১ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতির দুই পদে আজবাহার আলী ও সেলিম রেজা, যুগ্ম সম্পাদকের দুই পদে আতিকুল মাহবুব সালাম ও পিএম মইনুল হাসান হেলাল, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম এবং ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম দস্তগীর সরকার শাওন।

পাঁচটি সদস্য পদের মধ্যে নির্বাচিত তিন জন হলেন আতোয়ার হোসেন প্রামানিক আপন, শরিফুল ইসলাম হিরা ও রবিউল ইসলাম বিপুল।

অন্যদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত প্যানেলের নির্বাচিত দু’জন সদস্য হলেন মো. জুয়েল ও দেবাশীষ রায়।

শুক্রবার রাত সোয়া ১০টায় সহকারী রিটার্নিং অফিসার খায়রুল বাশার নিলুজ জানান, দু’টি প্যানেলে ১৩ পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ৬৪৫ ভোটের মধ্যে ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গওহর আলী বার ভবনে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।