বরখাস্ত উপজেলা চেয়ারম্যানকে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার অভিযোগ

 

মাওলানা তাজুল ইসলামঝিনাইদহের কোটচাঁদপুরের উপজেলা চেয়ারম্যান (বর্তমানে বরখাস্ত) ও উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। রবিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে তাজুল ইসলামের বড় ছেলে জিয়াউল ইসলাম জিয়া অভিযোগ করেছেন।

জিয়া বলেন, ‘আমাদের কোটচাঁদপুর শহরের বানিয়া পাড়ার বাসায় আমার আব্বা দুপুরের খাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্থানীয় থানার এসআই শাখাওয়াত হোসেন সাদা পোশাকে থানার পিকআপ ভ্যানসহ এসে আব্বাকে তুলে নিয়ে যান। পরে আমার মা থানায় গেলে এ ব্যাপারে থানা পুলিশ তার অবস্থান সম্পর্কে কিছুই জানেনা বলে জানায়।’

জিয়া আরও বলেন, ‘আমার আব্বার বিরুদ্ধে দায়ের করা সব ক’টি মামলায় তিনি জামিনে রয়েছেন। অথচ কি কারণে তাকে আবার তুলে নিয়ে অস্বীকার করা হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।’

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ‘বিষয়টি নিয়ে আমার কিছুই জানা নেই। আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।’