‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’

জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন পিরোজপুরে সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সালাম কবির। শনিবার (২ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

গত ৩০ নভেম্বর পিরোজপুরের এসপি হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে পদোন্নতি পেয়ে রাজশাহী পুলিশ একাডেমি সারদায় পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং হিসেবে ছিলেন।

এসপি মোহাম্মদ সালাম কবির বলেন, ‘অপরাধ করে কেউ রেহাই পাবে না। অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পুলিশকে জনগনের বন্ধু হিসেবে কাজ করতে হবে। থানায় এসে কাউকে যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার (ইন সার্ভিস) মুকিত সরকার,  সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রিয়াজ হোসেন ও সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম।

জেলার নতুন এসপি মোহাম্মদ সালাম কবির সম্পর্কে জানা যায়,  মুন্সিগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ সালাম কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োক্যামেস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে ২২তম বিসিএস এর মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।