বরিশালে চুরির দায়ে ৪ নারী আটক, রোহিঙ্গা বলে সন্দেহ

আটক চার নারীবরিশালে এক নারীর গলার চেইন চুরির ঘটনায় সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে চার নারী যাত্রীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তারা হলো শিউলী বেগম, রিপন আক্তার, রোজিনা বেগম ও হামিদা বেগম। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তারা রোহিঙ্গা বলে ধারণা করছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল নগরীর রূপাতলীর হাউজিং এস্টেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আলফা-মাহিন্দ্রা টেম্পুর এক নারী যাত্রীর গলার চেইন চুরি করার ঘটনায় তাদের পুলিশে দেয় স্থানীয় জনতা।

ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এসআই মাহমুদ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ওই চার নারী রোহিঙ্গা। তাদের আরও জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

রূপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মো. আবদুল রাজ্জাকের স্ত্রী সোমবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের বিবির পুকুরপাড় থেকে টেম্পুযোগে রূপাতলীতে আসেন।

পথে ওই চার নারীও টেম্পুতে ওঠেন। একপর্যায় প্রতারক চক্রের শিউলী বেগম নামের এক নারী অসুস্থতার ভান করে রাজ্জাক স্ত্রীর গায়ে ঢলে পড়েন। রূপাতলীতে টেম্পুটি আসার পর যাত্রীরা নেমে পড়লে রাজ্জাকের স্ত্রী তার গলায় সোনার চেইন দেখতে না পেয়ে ওই চার নারীকে সন্দেহ করেন।

পরে স্থানীয় জনতা ওই চার নারীকে ধরে তাদের ব্যাগ তল্লাশি করে চেইনটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, ওই চার নারী স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নিজেদের কখনও ব্রাহ্মণবাড়িয়া আবার কখন কক্সবাজারের বাসিন্দা বলে পরিচয় দিচ্ছেন। বাংলাদেশ সম্পর্কে তাদের তেমন কিছু জানা নেই বলে মনে হচ্ছে।