বাগেরহাটে ৬ টন সরকারি চাল জব্দ

বাগেরহাটে ৬ টন সরকারি চাল জব্দ

বাগেরহাটের ফকিরহাট থেকে ৬ টন (১২০ বস্তা) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফকিরহাট খাদ্য গুদামের নিকট থেকে ওই চাল আটক করা হয়। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ এসব তথ্য জানিয়েছেন।

ফকিরহাট খাদ্য গুদাম থেকে দুইটি নসিমনে করে এসব সরকারি চাল বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, ফকিরহাটের খাদ্য গুদাম থেকে দুইটি নসিমনে করে ৬ টন সিদ্ধ চাল মোল্লাহাটের চাঁদের হাট ও ফকিরহাট বাজারের দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।

ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল হক বলেন, ‘এমন খবর তিনি শুনেছেন। কিন্তু এই পরিমাণের চাল ফকিরহাট খাদ্য গুদাম থেকে বের হয়নি।’

ফকিরহাট থানার ওসি আবু জাহিদ শেখ বলেন, ‘দুইটি নসিমনসহ চাল আটক করা হলেও নসিমনের চালক ছাড়া কোনও লোক পাওয়া যায়নি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’