বাগেরহাটে সংরক্ষিত আসনের এমপি’র মেয়েকে ছুরিকাঘাত

এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালবিজয় দিবসের অনুষ্ঠান থেকে ফেরার সময় বাগেরহাটের সংরক্ষিত আসনের এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে (২৫) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধায় শহরের শালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। তিনি নারীদের জন্য জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে ডায়াবেটিক হাসপাতাল এলাকার নিজ বাসায় ফিরছিলেন।

ওসি মাহাতাব উদ্দিন বলেন, ‘মাগরিবের নামাজের পর শহরের শালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘অদিতি এখন আশঙ্কামুক্ত।’

উল্লেখ্য, গত ৮ মাস আগে অদিতির বড় বোনের পায়ে একইভাবে ছুরিকাঘাত করা হয়। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে সেসময়। এর আগে ২০০০ সালের ২০ আগস্ট অদিতির পিতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কালিদাস বড়ালকে প্রকাশ্যে দিবালোকে বাগেরহাট শহরের সাধনার মোড়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।