‘পাকিস্তানের দালালরা এখনও ষড়যন্ত্র করছে’

ময়মনসিংহের সমাবেশশেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘পাকিস্তানের পতাকা বহনকারী দালাল রাজাকাররা এখনও ষড়যন্ত্র করছে ক্ষমতায় যাওয়ার জন্য।’

রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বিজয় পতাকা মিছিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ড. রাজ্জাক বলেন, ‘তথাকথিত সুশীল সমাজের একজন ড. কামাল হোসেন দাবি করেন তিনি নাকি সংবিধানের অন্যতম প্রণেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হচ্ছেন সংবিধানের প্রণেতা। বঙ্গবন্ধু গাইডলাইন দিয়েছেন, দর্শন দিয়েছেন, আদর্শ দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাতেই সংবিধান লেখা হয়েছে।’

বিজয় পতাকা মিছিল

গত নির্বাচনে ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বর্তমান সরকারকে অবৈধ দাবি করে ড. কামাল হোসেনের কয়েক দিন আগে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করে আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আপনি কি কখনও জনগণের ভোটে নির্বাচিত হতে পেরেছিলেন, আপনি নিজেও তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন।’

আলোচনা সভা শেষে রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে বিজয় পতাকা মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।