প্রথমবারের মতো নতুন বই পেয়েছে দাশিয়ারছড়ার শিক্ষার্থীরা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় প্রতিষ্ঠিত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো বই উৎসবে মেতেছে। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ের পর বিলুপ্ত ছিটমহলের শিশুদের বাংলাদেশের মূলধারার শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে দাশিয়ারছড়ায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) এসব বিদ্যালয়ে প্রথমবারের মতো নতুন বই বিতরণ করা হয়। এ বছরই বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হচ্ছে।

নতুন বই পেয়েছে দাশিয়ারছড়ার শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সোমবার সকালে দাশিয়ারছড়ার কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। এসময় কালিরহাট সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বানিয়াটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড়শ’ শিক্ষার্থীকে নতুন বই  প্রদান করা হয়।

বই পেয়ে উচ্ছ্বসিত কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেসমিন ও শাহরুখ জানায়, আমাদের খুব আনন্দ লাগছে। নতুন দেশ পেয়েছি, এখন নতুন স্কুলে নতুন বই নিয়ে আমরা লেখাপড়া করবো । আমরা খুবই  আনন্দিত।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাইমুল বলে, ‘আমরা নতুন বই পাইছি, খুব ভালো লাগছে। আমরা প্রতিদিন স্কুলে আসবো।’

নতুন বই পেয়েছে দাশিয়ারছড়ার শিক্ষার্থীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊঁরাও বলেন, ‘বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের বাংলাদেশের মূলধারার মানুষের সঙ্গে একীভূত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার বাস্তব প্রমাণ এই  বই উৎসব। বর্তমানে নতুন তিনটি সরকারি বিদ্যালয়ে দু’জন করে শিক্ষক সংযুক্তি দেওয়া হয়েছে। শিগগিরই আরও শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

দাশিয়ারছড়ায় অনুষ্ঠিত বই  উৎসবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ প্রমুখ।