বরিশালে ১১ দফা দাবি আদায়ের দাবিতে শিক্ষক সমাজ রাজপথে

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির মিছিল ও মানবন্ধন

১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (৯ই জানুয়ারি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন।

তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, শিক্ষাব্যবস্থা জাতীয়করন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দিতে হবে। কেন্দ্রী শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে বিশাল মানববন্ধনের মাধ্যমে এ কর্মসূচি পালন শুরু হয়।

এসময় শিক্ষক নেতারা বলেন,‘আগামী ২২ জানুয়ারির মধ্যে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের দাবি পূরণ না-হলে শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়া হবে। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি পূরণ করলে আগামী নির্বাচনে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি নৌকার বিজয়ের জন্য কাজ করবে। আর শিক্ষকদের দাবি পূরণ না হলে, শিক্ষক সমাজ কি করতে পারে তা সেদিনই সরকার বুঝতে পারবে।’

এসময় তারা দাবি আদায়ের জন্য বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি ঘোষণা দেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জানুয়ারি ১১টায় সব জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ, ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত স্ব স্ব এলাকার সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ম্যানেজিং কমিটি/গভর্নিংবডি, অভিভাবক, সাংবাদিক, পেশাজীবী ও বুদ্ধিজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়।

তাদের দাবি পূরণ না-হলে ২২ জানুয়ারি থেকে স্কুল,কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এরপর ২৮ জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে নেতারা জানান।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, আবদুল খালেক, অধ্যাপক জলিলুর রহমান, জিয়া শাহিন প্রমুখ। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন: সাত ঘণ্টা অনশনের পর বাকৃবি শিক্ষার্থী সিট ফিরে পেলো