রাজশাহীর সব কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকবে ১৫ জানুয়ারি

রাজশাহীআগামী ১৫ জানুয়ারি (সোমবার) রাজশাহীর সব কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন। রাজশাহী বিভাগের সব কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিতে সংগঠনটি এ ঘোষণা দেয়।

শুক্রবার (১২ জানুয়ারি)  দুপুরে নগরীর নিউমার্কেট সংলগ্ন একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ১৫ জানুয়ারি রাজশাহীর সব কমিউনিটি ক্লিনিক বন্ধ ছাড়াও ১৬ জানুয়ারি নিজ নিজ সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের আহ্বায়ক আফাজ উদ্দিন লিটন বলেন, ‘জনগণের কাছে খুব সহজেই স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম হলো কমিউনিটি ক্লিনিক। এসব ক্লিনিকে  প্রায় ১৪ হাজার কর্মচারী কাজ করছে। যাদের মধ্যে প্রায় সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। নিরলসভাবে কাজ করা সত্ত্বেও তাদের চাকরি স্থায়ীকরণ হচ্ছে না। এজন্য প্রায় ১৪ হাজার পরিবার  ইনক্রিমেন্ট, বিনোদন ও প্রশান্তি ভাতাসহ সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এতে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছলভাবে জীবন যাপন করা যাচ্ছে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হোসেন, সোহেল রানা, শিফাত আহম্মেদ খান, মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পাবনা জেলা সভাপতি শাহাবুল ইসলাম, সম্পাদক আজম আলী, বগুড়া জেলা সভাপতি মাহাবুবুর রহমান, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান অন্তর।