চট্টগ্রামে শিশু অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

আদালত

চার বছরের এক শিশুকে অপহরণের দায়ে চট্টগ্রামে এক নারীসহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় দেন। একই রায়ে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম এ নাসের এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিত তিন আসামি হলেন– শেফালী বেগম, আব্দুল আজিজ ও হারাধন নাথ। এর মধ্যে আব্দুল আজিজ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন। শেফালী হাসপাতালের অস্থায়ী আয়া ছিলেন।

এম এ নাসের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।’

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৫ জানুয়ারি বিকালে নাস্তা করানোর কথা বলে রাকিবকে নিয়ে যায় হারাধন। পরে শিশুটিকে শেফালী বেগমের কাছে বিক্রি করে দেয় সে। শেফালী আবার আব্দুল আজিজের কাছে শিশুটিকে বিক্রি করেন। এ ঘটনায় শিশুটির বাবা মিসবাহুল ইসলাম ১৭ জানুয়ারি নগরীর বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। ২০০৯ সালের ১৫ এপ্রিল তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই বছরের ৩ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।