হবিগঞ্জে গ্যাসের সিলিন্ডার তৈরির কারখানায় আগুন

ওমেরা সিলিন্ডার্স কোম্পানিতে অগ্নিকাণ্ড হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজার এলাকার ওমেরা সিলিন্ডার্স কোম্পানি নামের একটি গ্যাসের সিলিন্ডার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ‘ওমেরা সিলিন্ডার্স কোম্পানির লোকজনের আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি।’ ২০ মিনিটের মতো আগুন স্থায়ী ছিল বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে কোম্পানির রান্না ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাহুবল উপজেলার নতুন বাজারে অবস্থিত গ্যাসের সিলিন্ডার তৈরির ওমেরা কোম্পানির ভেতরে হঠাৎ করে আগুনের শিখা দেখতে পায় লোকজন। ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো এলাকা। আগুন দেখতে পেয়ে কোম্পানির ভেতরে থাকা শ্রমিকরা  দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। এসময় নিরাপত্তা প্রহরীরা তাদের বাইরে যেতে না দেওয়ায় সমস্যার সৃষ্টি হয়। পরে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে কোম্পানির লোকদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম জানান, তারা গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।