আ.লীগ ক্ষমতায় থাকলে সব খাতে উন্নয়ন হয়: দিপু মনি

গারোদের ধর্মীয় উৎসব ওয়ানগালায় দিপু মনি (ছবি- প্রতিনিধি)

আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি। তিনি বলেছেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ ও নৌকাকে ক্ষমতায় আনতে হবে। তবেই উন্নয়ন আরও হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব খাতে উন্নয়ন হয়।’

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নলচাপ্রা উচ্চ বিদ্যালয় মাঠে গারো ও আদিবাসী সম্প্রাদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালার (নবান্ন উৎসব) আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।

দেশে আওয়ামী লীগের বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার সব ধর্মের মানুষের উৎসবসহ সব ধরনের আচার-অনুষ্ঠান পালন করতে সহযোগিতা করছে। সব ধর্ম-বর্ণের মানুষের মাঝে যাতে সম্প্রীতি বজায় থাকে, সেদিকে লক্ষ্য রেখে এ সরকার সব জাতিগোষ্ঠীকে অর্থনীতিক, সামাজিক, রাজনৈতিকভাবে কাজে লাগানোর কাজ করছে।

পরে দিপু মনি ওয়ানগালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এসময় গারো সম্প্রাদায়ের প্রধান দেবতা মিসি শালজাংকে নতুন বছরের ফসল উৎসর্গ করে ওয়ানগালার কার্যক্রম শুরু করেন। এরপর মন্ত্রের মাধ্যমে দেশ-জাতির ও সব মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন আদিবাসী ধর্মযাজকরা। পরে আলোচনা অনুষ্ঠান হয়। এতে নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– দিপু মনি। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন– নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম ফিরোজ, দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মামুনূর রশিদ, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নূর খান মিঠুসহ অনেকে।