কুমারখালীতে জাসদ ও ছাত্রলীগের একই স্থানে সভা, ১৪৪ ধারা

কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে জাসদ ও ছাত্রলীগ একই স্থানে পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধের নির্দেশনা দিয়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার কুমারখালীর গড়াই কমপ্লেক্স ভবনের সামনে স্থানীয় জাসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে সভা ডাকা হয়। এ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।

ইউএনও মো. শাহিনুজ্জামান জানান, একই স্থানে দুই দল সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।