বরিশালে শহীদ আসাদ দিবস পালন

আসাদ দিবস

 

৬৯ এর গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ স্মরণে বরিশালে শহীদ আসাদ দিবস পালন করা হয়েছে। শনিবার ’আসাদের স্বপ্ন বাস্তবায়নে জঙ্গিবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলি’ স্লোগান নিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভা করেছে ’শহীদ আসাদ পরিষদ’ এর বরিশাল জেলা কমিটি। এ সময় অশ্বিনী কুমার হল চত্বরে শ্রদ্ধা জানায় শহীদ আসাদ পরিষদ, ছাত্র ইউনিয়ন, বাসদ,যুব ইউনিয়ন, ছাত্রদল বরিশাল জেলা ও নগর কমিটি।

স্মরণ সভায় বক্তারা বলেন, আয়ূবশাহী থেকে বর্তমান সরকার পর্যন্ত উন্নয়নের নামে গণতন্ত্রকে আড়াল করে দেশ পরিচালনা করছেন। আজ দেশে শিক্ষা,স্বাস্থ্য ও চাকরির ক্ষেত্রে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। নেই মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার।’ তাই শহীদ আসাদ দিবসের স্মরণ সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান সবাই।

চারণ সাংস্কৃতিক কেন্দ্র আসাদের স্মরণে অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করে। শহীদ আসাদ পরিষদের সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন শহীদ আসাদ পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জোতির্ময় চক্রবর্তী রতন, গণফোরাম বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট একে আজাদ, বাংলাদেশ ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বাংলাদেশ সমাতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা, মণীষা চক্রবর্তী।