সাংবাদিক মানিক সাহা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বেল্লাল কারাগারে

সাংবাদিক মানিক সাহাখুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল বেপারীকে (৪১) গ্রেফতারের পর মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে সাতক্ষীরা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬। মঙ্গলবার দুপুরে খুলনা পুলিশের মাধ্যমে তাকে আদালতে তোলা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ এর সদস্যরা বেল্লালকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর প্রয়োজনীয় কাজ শেষে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল বেপারীকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের অদূরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। ২০১৬ সালের ৩০ নভেম্বর এ মামলার হত্যা অংশের রায়ে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, সাত্তার ওরফে ডিস্কো সাত্তার, বিল্লাল বেপারী, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাফায়াত ওরফে শওকত ওরফে সাকা। এদের মধ্যে বিল্লাল বেপারীসহ সাত্তার, মিথুন, সরোয়ার ও সাফায়াত পলাতক।