লামায় আগুনে পুড়েছে ৯ বসতঘর, নিহত ১

পুড়ে ছাই হয়ে যাওয়া বসতবাড়ি (ছবি- প্রতিনিধি)

বান্দরবানের লামা উপজেলায় আগুন লেগে ৯ বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় এক প্রতিবন্ধী কিশোর নিহত ও এক বৃদ্ধা আহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা এ খবর নিশ্চিত করেন।

নিহত কিশোরের নাম প্রোচং মুরুং (১৩)। সে লুলাইং হেডম্যান পাড়ার মৃত মনাই মুরংয়ের ছেলে। আহত বৃদ্ধার নাম মনাই মুরুং (৮০)।

স্থানীয়দের দাবি, চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আজ (বুধবার) দুপুর ১২টার দিকে লুলাইং হেডম্যান পাড়ার একটি রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পাড়াবাসী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মাংক্রাত মুরুং, থংপ্রে মুরুং, লংথন মুরুং, রুমরই মুরুং, রিংয়ং মুরুং, মেনওয় মুরুং, মেনওয় মুরুং, লাংপুং মুরুং ও পালে মুরুংয়ের বসতঘর পুড়ে যায়।

ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা জানান, ইউপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।