মিল্ক ভিটার নাটোর কেন্দ্রের সামনে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ

মিল্ক ভিটার নাটোর কেন্দ্রের সামনে দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ (ছবি- প্রতিনিধি)

খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ সাময়িক বন্ধের ঘোষণা দিয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারের মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র। এ ঘোষণায় শীতলীকরণ কেন্দ্রের সামনের সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছেন খামারিরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দুগ্ধ খামারিরা এ প্রতিবাদ জানান।

দুগ্ধ খামারিরা জানান, বুধবার এক নোটিশে দুধ সংগ্রহ সাময়িক বন্ধের ঘোষণা দেয় মিল্ক ভিটার নাটোর কেন্দ্র। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের উপ-মহাব্যবস্তাপক রেহেনা রহমানের সই করা ওই নোটিশ সম্পর্কে তারা বৃহস্পতিবার জানতে পারেন। এর পর পরই তারা সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানান।

দুগ্ধ খামারিরা দুধ সংগ্রহ বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি জানান। এ ঘোষণা প্রত্যাহার না হলে স্ত্রী-সন্তানদের নিয়ে চরম বিপাকে পড়বেন বলেও জানান খামারিরা।

২০০২ সালে ৫ হাজার লিটার ধারণক্ষমতার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি চালু করে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। প্রথমদিকে এখানে ২০ সদস্যের ৬৭টি সমবায় সমিতির খামারিরা দুধ সরবরাহ করতো। কিন্তু বিভিন্ন কারণে বর্তমানে সমিতির সংখ্যা কমে ১৩টিতে গিয়ে ঠেকেছে।

দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, দুধের গুণগত মান ঠিক নেই। তাই দুধ সংগ্রহ সাময়িক বন্ধের নোটিশ জারি করা হয়েছে।