ঢাকা ও চট্টগ্রামের জরিপ ম্যাপসহ ২ ভারতীয় যাত্রী আটক

বেনাপোল স্থলবন্দর

বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক ইমিগ্রেশনে ঢাকা ও চট্রগ্রামের দুইশ’ পিস জরিপ ম্যাপসহ ২ ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কলকাতার খোরদো এলাকার শ্রী জয়ধরের ছেলে বিলাস কুমার (২৫) ও একই এলাকার নিরঞ্জন কুমারের ছেলে প্রতাপ বিহারী (২৯)।

কাস্টমস সূত্রে জানা যায়, ভারতীয় ওই দুই যাত্রী তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করে স্ক্যান মেশিনে ব্যাগ তল্লাশির সময় তাদের কাছে থাকা বাংলাদেশি ২০০ পিস জরিপ ম্যাপ পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম জানান, ঢাকা ও চট্রগ্রামের ২০০ পিস জরিপ ম্যাপসহ আটক দুই ভারতীয় নাগরিককে তথ্য পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।