নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রানা দাশগুপ্ত

রানা দাশগুপ্ত (ছবি: সংগৃহীত)দেশে জাতীয় নির্বাচন অনেকের কাছে আশীর্বাদ হলেও ধর্মীয় সংখ্যালঘুদের কাছে অভিশাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, ‘যে নির্বাচনই হোক, সেটা আমাদের জন্য আশঙ্কা ও আতঙ্কের। সম্প্রতি নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলাম। সেখানে বলেছি, আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আয়োজিত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘সংখ্যালঘুরা যদি নিরাপত্তাহীনতার কারণে ভোট দিতে না পারে, এর দায় দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময়ে প্রচার-প্রচারণার ক্ষেত্রে কেউ ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দিলে, তাদের আইনের আওতায় আনতে হবে।  কোনও প্রার্থী এমন আচরণ করলে প্রয়োজনে তার প্রার্থিতা বাতিল করে আইনের আওতায় আনতে হবে।’

নাসিরনগরের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে  মন্তব্য করে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তিনি বলেন,   নাসিরনগরে হামলার ঘটনা একবছর দুই মাস অতিক্রম হয়েছে। একটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।’ এ ঘটনায় তিনি সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অন্তত দায়মুক্তির সংস্কৃতি থেকে বের হয়ে আসার একটি ইতিবাচক প্রক্রিয়া আমরা লক্ষ করছি।’ 

অনুষ্ঠানে অন্যানের মধ্যে  আরও উপস্থিত ছিলেন, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম চক্রবর্তী, জেলা শাখার সভাপতি দীলিপ নাগ, নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আদেশ চন্দ্রদেব, সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব প্রমুখ।