গৌরনদীতে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ২

বরিশাল

অপহরণের দুই দিন পর বরিশালের গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষাথীকে(১৬) থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় প্রধান আসামি আশিক ফকির ও তার সহযোগী বাবু সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো।

গৌরনদী থানার চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. মাজাহারুল ইসলাম, এস.আ¦ই মো. মুজাহিদুল ইসলামসহ শনিবার বিকাল ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারায়নখার (চুরাতলা ) বাজারে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আশিক ফকির ও তার বন্ধু বাবু সরদার মাইক্রোবাস যোগে অপহৃতকে স্থানান্তরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আশিককে গ্রেফতার করে।
পরবর্তিতে আশিক ফকিরের দেওয়া স্বীকারোাক্তি অনুয়ায়ী অপহরণের শিকার ওই এসএসসি পরীক্ষাথীকে উদ্ধার এবং আশিকের সহযোগী বাবু সরদারকে আটক করা হয়।

ওসি আরও জানান, রোববার অপহৃতাকে আদালতে জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো এবং প্রধান আসামি আশিক ফকিরের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এসএসসির পরীক্ষার শেষদিন বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞান পরীক্ষা শেষে উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থী মায়ের সঙ্গে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় আশিক ফকিরে নেতৃত্বে ৪টি মোটরসাইকেল যোগে বখাটে ১০/১২ যুবক ওই পরীক্ষার্থীকে অপহরণ করে।

এ ঘটনায় দক্ষিণ চাঁদশী গ্রামের ছাত্রীর মা বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ বখাটে ১৫ যুবককে আসামি করে বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।