সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ১৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি লেগুনাও জব্দ করা হয়। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাইনাদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো. জহিরুল  ইসলাম (১৯) ও  মো. সোহাগ (২০)।

উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাইনাদী এলাকার চান্দুর বাড়িতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বকুল (৩০) ও তার স্ত্রী রিতা (২৬) পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে একটি লেগুনায় মাদকের একটি বড় চালান সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদী এলাকায় আসছে। পরে  পুলিশ অভিযান  চালিয়ে লেগুনা থেকে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বোতলফেনসিডিল ও মাদক পাচারের কাজে ব্যবহৃত লেগুনাসহ ২ পাচারকারীকে আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. জহিরুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভুমি এলাকার সাইদুল ইসলামের ছেলে। মো. সোহাগ একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: বরিশালে কারেন্ট জাল ও জাটকাসহ আটক ৯ জনের দণ্ড