সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যালের দুই শিক্ষার্থী বেঁচে আছেন

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত


নেপালে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে থাকা সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ নেপালি শিক্ষার্থী মধ্যে দুইজন বেঁচে আছেন বলে জানা গেছে। কলেজ কর্তৃপক্ষের দেওয়া তালিকা ও ইউএস-বাংলা প্রকাশিত জীবিত যাত্রীদের তালিকা থেকে দুই শিক্ষার্থীর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাগীব রাবেয়া হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু জানান, জীবিত দুই শিক্ষার্থী হলেন প্রিন্সি ধামী ও সামিনা বায়জানকার। তারা দুজনই রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের ১৯তম ব্যাচের শিক্ষার্থী।
ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানতে পেরেছি। ওই বিমানে কলেজের ১১ জন মেয়ে ও ২ জন ছেলে শিক্ষার্থী ছিল।

বিধ্বস্ত বিমানের যাত্রী ছিলেন রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা  লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, সামিনা বায়জানকার, আশ্রা শখিয়া ও প্রিন্সি ধামী।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কামাল হোসেন কোটালীপাড়ার মেয়র নির্বাচিত