এদেশের মানুষ ধর্মপরায়ণ, ধর্মান্ধ নয়: আমু

বক্তব্য রাখেন আমির হোসেন আমু (ছবি- প্রতিনিধি)

একটি মহল এদেশের মানুষকে ধর্মান্ধ করার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘এদেশের মানুষ সৌদি আরবের মানুষের চেয়েও বেশি ধর্মপরায়ণ, তবে ধর্মান্ধ নয়। তবে একটি মহল এদেশের মানুষকে ধর্মান্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘জাতির অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার জন্য এখনও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ উপলুব্ধি করছে, আগামী নির্বাচনে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্যিকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। সেজন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম।