বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

মতবিনিময় অনুষ্ঠানে হাসানুল হক ইনু (ছবি- প্রতিনিধি)

যথাসময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করে তাতে বিএনপিকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার (১৬ মার্চ) রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনা মহাজোটের নেতৃত্বে রয়েছেন। তার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার নেতৃত্বের কারণেই এদেশ আগামীতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘একশ্রেণির মানুষ মহাজোটে এসে অনিয়ম, দুর্নীতি ও দলবাজি করে সরকারের সুনাম নষ্ট করছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দেওয়ার চেষ্টা করছে।’

বর্তমান সরকার মিডিয়াবান্ধব দাবি করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সেবার মানোন্নয়নে কাজ করছে সরকার। এজন্য নতুন করে জনবল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

বেসরকারি টেলিভিশনসহ দেশের সব মিডিয়াকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরের মধ্যে সরকার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করার চিন্তা-ভাবনা করছে।’

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ অনেকে।