জামালপুরে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য আটক

আটক হুমায়ুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে এইচএইচসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার ভাটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মো. হুমায়ুন (১৯)।

আটক হুমায়ুন সরিষাবাড়ী উপজেলার ভাটার ইউনিয়নে চরকৃষ্ণপুর গ্রামের কেসমত আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে প্রশ্নপত্র ফাঁসের চক্রটিকে শনাক্ত করেন জামালপুর র‌্যাব-১৪ এর সদস্যরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪ জামালপুর এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবের নেতৃত্বে র‌্যাবের একটি দল ভাটারা ইউনিয়নের চরকৃষ্ণপুর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় মো.হুমায়ুন (১৯) নামের এক তরুণকে তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ডসহ আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০০৬ (সংশোধনী-২০১৩) সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) / ৬৬ (২) ধারায় জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় মামলা করা হচ্ছে।