খুলনায় ফের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণখুলনা মহানগরীতে এবার একটি ফাস্টফুড দোকানের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর আহসান আহমেদ রোডে ‘রোস্টার কিং’ নামের ফাস্টফুডের দোকানে এ ঘটনা ঘটেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোস্টার কিং নামের ওই দোকানের পেছনে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী, দোকান মালিকসহ সাতজন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিরা হলেন রোস্টার কিং ফাস্টফুড দোকানের মালিক আল আমিন, কর্মচারী সবুজ, মুরগি সরবরাহকারী আবু তাহের ও রিকশাচালক আনোয়ার কাজী, ফায়ার ব্রিগেড লিডার মামুন, ফায়ারম্যান ফরিদ ও মেজবাহ। দগ্ধদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সদর থানার এসআই বোধন জানান, আনোয়ার হোসেন বয়স্ক হওয়ার কারণে একটু বেশি অসুস্থ। সবাই হাসপাতালে ভর্তি এবং শঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

ফাস্টফুড দোকানের মালিক আল আমিনের স্ত্রী বলেন, ‘সিলিন্ডারটি প্রথমে লিক হয়। এরপর আগুন ধরে বিস্ফোরণ ঘটে।’

খুলনা ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুম অপারেটর রবিউল ইসলাম জানান, তাদের ফায়ারম্যান ফরিদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দুপুরে মহানগরীর নিরালায় প্রান্তিকা আবাসিক এলাকার একটি মাঠে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছিলেন।