ফতুল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ৩ পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লিখন মিয়া নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও একজন কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোর ৪টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পাগলা নিশ্চিন্তপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ খবর জানিয়েছেন।

আটক লিখন ফতুল্লা থানার পাগলা নিশ্চিতপুর এলাকার তোতা মিয়ার ছেলে। পুলিশের দাবি, সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রারজধানীর শ্যামপুর থানাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, মাদক ও অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে।

ওসি মঞ্জুর কাদের জানান, ভোর ৪টার দিকে পাগলা নিশ্চিতপুর এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় ৫-৬ জন যুবকের জটলা দেখে পুলিশের টহল দল এগিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পায়ের হাঁটুতে ও উরুতে গুলিবিদ্ধ অবস্থায় লিখন মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪২০ পিচ ইয়াবা ও দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়।

ওসি মঞ্জুর কাদের আরও জানান, আটকের পর লিখনকে শহরের খানপুর এলাকায় ৩শ’ শয্যার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ‘বন্দুকযুদ্ধে’ ফতুল্লা থানার এসআই শাফিউর আলম, এএসআই তাজুল ইসলাম তারেক ও কনস্টেবল রোকনুজ্জামান আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় কনস্টেবল রোকনুজ্জামানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।