বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

যশোর

জমি নিয়ে বিরোধের জের ধরে যশোরের মণিরামপুরে বড় ভাইয়ের শাবলের আঘাতে জগবন্ধু দাস (৫৬) নামের এক ছোট ভাই মারা গেছেন। এ ঘটনায় পুলিশ নিহতের বড় ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়া রাণী দাস (৫০) ও মেয়ে পার্বতী রাণী দাস (১৭)-কে গ্রেফতার করেছে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জগবন্ধু ওই এলাকার অন্নচরণ দাসের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ঝাঁপা গ্রামের পাটুনিপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনরা আহত জগবন্ধু দাসকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জগবন্ধুর স্ত্রী জোসনা বলেন, ‘বাড়িতে একটি মন্দির তৈরির কাজ চলছিল। শ্যামপদ পথ না রেখেই মন্দির নির্মাণ করাচ্ছিলেন। সকালে আমার স্বামী তাকে কাজ করাতে নিষেধ করলে কথাকাটাকাটির একপর্যায়ে সে শাবল ও ইট দিয়ে জগবন্ধু দাসের মাথায় আঘাত করেন। এসময় সে (জগবন্ধু) পড়ে গেলে তার বুকের ওপর উঠে ইচ্ছামতো পাড়ায় শ্যামপদ। বাবাকে মারতে দেখে মেয়ে শম্পা এগিয়ে গেলে তাকেও পেটায় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী। স্বামী ও মেয়েকে বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে আহত করে ওরা।’

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, ‘হাসপাতালে আনার আগেই জগবন্ধুর মৃত্যু হয়েছে।’

স্থানীয়রা জানায়, মারামারির ঘটনায় একজন নিহতের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শ্যামপদ আটক হন। পরে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতীকে।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘শ্যামপদকে আটক করা হয়েছে। তার স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী পুলিশ পাহারায় হাসপাতালে রয়েছে।’