লালমোহনে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

লালমোহনে টর্নেডোর আঘাতভোলার লালমোহনে টর্নেডোর তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পরে রিয়ান নামের সাড়ে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পূর্ব কুমারখালী এলাকায় এই টর্নেডো বয়ে যায়। নিহত রিহান উপজেলার চরভূতা ৭ নং ইউনিটের  বড়ৈ বাড়ির আনাছের ছেলে। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের পূর্ব কুমারখালী এলাকায় হঠাৎ টর্নেডো আঘাত হানে। এ সময় কালু মাঝির বাড়ির সিরাজ মিয়ার ঘরের নিচে চাপা পরে আহত হয় নানা বাড়িতে বেড়াতে আসা শিশু রিহান। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লালমোহনে টর্নেডোর আঘাত

এসময় একই এলাকার কালু সর্দারের ঘর, দ্বীনু মিয়ার ঘর,  ইয়াছিন, ছিদ্দিক মিয়ার ঘরসহ আশপাশের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ হয়। ঘরের নিচে চাপা পরে আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করে বলেন, ‘আমি সরেজমিন পরির্দশন করেছি। বিকালের দিকে হঠাৎ টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক ঘর বাড়ি বিধ্বস্থ হয়। টর্নেডোর তাণ্ডবে ঘরবাড়ি উড়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে পড়েছে। গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।’

আরও পড়ুন- ভারী বৃষ্টি হতে পারে আরও দুই দিন, দুই নম্বর সতর্কতা