বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (৩ মে) সন্ধা ৬টার দিকে সড়কের বরিশাল নগরীর গড়িয়ারপাড়ের রেইট্রিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্র জানায়, বানারীপাড়া থেকে বরিশালগামী সেবা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে আসছিলো। এ সময়ে বিপরতী দিক থেকে আসা অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রেইনট্রিতলা এলাকার একটি পুকুরের পড়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।