সুনামগঞ্জের শাল্লায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

ঝড়ে ঘড়বাড়ি বিধ্বস্ত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে গাছপালা ও ফসলী জমির বেশকিছু ধান। শুক্রবার সকালে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ে শাল্লা উপজেলার ঘুংগিয়ার গাও এরিয়াবাদ, মুক্তারপুর তাজপুর, চব্বিশা কান্দিগাও, সুলতানপুর, প্রতাপপুর গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে ২০টি বিদ্যুতের খুটি ও বেশকিছু গাছপালা। এছাড়াও ঝড়ের কবলে পড়ে ১৫টি গরু মারা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী প্রতিভুষণ দাস বলেন, ‘মাত্র ১০ মিনিটের ঝড়ে মানুষ ও হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানদের সঙ্গে সভা করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য সহযোগিতা করা হবে। ঝড়ের পর শাল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।’

শাল্লা উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র সরকার জানান, ভোরে  কালবৈশাখী ঝড়ে শাল্লা উপজেলায় কয়েক শতাধিক বাড়িঘর নষ্ট হয়েছে, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনে পাঠাচ্ছি।

 ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে