ব্লগার অনন্ত হত্যা মামলার চার্জগঠন পেছালো

ব্লগার অনন্ত বিজয় দাসবিজ্ঞান বিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার বিচার কার্যক্রম ফের পেছালো। সোমবার (১৪ মে) চাঞ্চল্যকর এ মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি সফিউর রহমান  ফারাবী (৩০) ওরফে ফারাবী সফিউর রহমানকে  কাশিমপুর কারাগার থেকে সিলেট আদালতে হাজির না করায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়নি।

পাশাপাশি আদালতের বিচারক মামলাটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।



উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সকালে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় পরিকল্পিতভাবে ব্লগার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করা হয়। আলোচিত এ মামলাটির গত ১২ মে তিন বছর পূর্ণ হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতে অনন্ত হত্যা মামলার আসামি ফারাবীকে হাজির না করায়, এ মামলার অভিযোগ গঠন হয়নি। এছাড়া, আদালত মামলাটি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে আগামী ৩০ জুন অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন।’