বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি, আতঙ্কে শহরবাসী

বিপদসীমার ওপরে খোয়াই নদীর পানি (ছবি- প্রতিনিধি)

হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত না হওয়ার পরও শুক্রবার (১৮ মে) সকাল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। এরপর থেকে সময় যত যা‌চ্ছে পা‌নি তত বাড়‌ছে। এতে শহরবাসীর ম‌ধ্যে দেখা দি‌য়ে‌ছে আতঙ্ক। শহরবাসীর শঙ্কা, যে কোন সময় বাঁধ ভে‌ঙে ত‌লি‌য়ে যাবে হবিগঞ্জ শহর।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। সেই পানি খোয়াই নদীতে নামছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পাউবোর নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা রাত সাড়ে ১০টার পর থেকে বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘জরুরি দুর্যোগ অবস্থায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নদীর কোনও স্থানে লিকেজ সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ফেলে তা মেরামত করা হবে।’