বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

আটক

বাগেরহাটে বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতদের মধ্যে ১০ জন মাদক মামলার আসামি ও বাকিরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি। সোমবার (২১ মে) সকাল থেকে মঙ্গলবার (২২ মে) সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলা থেকে তাদের আটক করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট স্কুল মাঠে গাঁজা সেবনকালে তিন জনকে আটক করা হয়। তারা হলেন– উপজেলার রায়েন্দা বাজার এলাকার নাছিল মীরের ছেলে মো. ইমরান মীর (১৮), পূর্বখোন্তাকাটা গ্রামের ছালাম বয়াতির ছেলে মো. রেজাউল ইসলাম বয়াতি (২০) এবং জানেরপাড় গ্রামের সেকেন্দার তালুকদারের ছেলে মো. রাকিব হাসান তালুকদার।

পুলিশ আরও জানায়, চিতলমারীতে মাদক সেবনের দায়ে দেলোয়ার (২৬) ও আশিক (২২) নামে দুই জনকে আটক করেছে তারা।

কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, মাদক রাখার দায়ে তারা কুষ্টিয়ার কোমরখালী বানিয়াপাড়া গ্রামের ইয়াকুব বিশ্বাসের ছেলে মো. ইকরাম বিশ্বাস (২৩) ও বরিশালের বাবুগঞ্জ দক্ষিণ ভূতেরদিয়া এলাকার হানিফ শরিফের ছেলে কামরুল শরিফকে (২১) আটক করেছে।

এ ছাড়া, কচুয়ায় মাদক সেবনের দায়ে তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন– বাগেরহাটের পিসি কলেজ রোড পাঁচ রাস্তার মোড় হরিনখানার আমিনুল শিকদারের ছেলে মাসুক শিকদার (২০), উপজেলার খলিশাখালী গ্রামের মৃত আ. রশিদ মোল্লার ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (২০), মঘিয়া এলাকার আয়ুব আলী ফকিরের ছেলে জুয়েল ফকির(২০)।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মাদক মামলায় শরণখোলা উপজেলার তিন জন, চিতলমারির দুই জন, মোল্লাহাটের তিন জন, বাগেরহাট সদরের একজন, মোরেলগঞ্জের একজন, কচুয়ার দুই জন,রামপালের একজন এবং মোংলার একজন রয়েছে। আটককৃতদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’