নবজাতকের লাশ ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম

চট্টগ্রামে নবজাতকের লাশ পরিবারকে বুঝিয়ে না দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিপলস হাসপাতাল থেকে নবজাতকের লাশ ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

তদন্ত কমিটির সদস্যরা হলেন– আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ ও জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. প্রণব চৌধুরী।

এর আগে মঙ্গলবার (২২ মে) বেলা ১১টার দিকে পিপলস হাসপাতাল থেকে ওই নবজাতকের লাশ ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এদিন নগরীর বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকার বাসিন্দা প্রবাসী মো. ফরিদের স্ত্রী আমেনা বেগমের প্রসব বেদনা শুরু হলে তাকে সকাল সাড়ে ৬টার দিকে পিপলস হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে অপারেশনের মাধ্যমে তিনি একটি জীবিত ও একটি মৃত শিশুর জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জীবিত নবজাতককে তার পরিবারের কাছে বুঝিয়ে দিলেও মৃত নবজাতককে তাদের বুঝিয়ে দেয়নি। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ঝামেলা হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির পরিবার মৃত নবজাতকের লাশ নেবে না বলে জানানোয় তারা লাশ ডাস্টবিনে ফেলে দিয়েছে। পরে পরিবারের দাবির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত নবজাতকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।