ময়মনসিংহে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী রাজন নিহত হয়েছে। তার বিরু‌দ্ধে মাদকসহ অন্যান্য আইনে ৫টি মামলা রয়ে‌ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গো‌য়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, শহরের পু‌রো‌হিত পাড়া রেলও‌য়ে ক‌লোনির ভাঙা ওয়াল রেনু বেগ‌মের বাড়ির পাশের পুকুর পা‌ড়ে আলালসহ এলাকার মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম বৃহস্পতিবার রাত পৌনে ২টার অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রাজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা, ‌তিন‌টি গু‌লির খোসা, একটি চাইনিজ কুড়াল ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

‘বন্দুকযুদ্ধে’ জেলা গো‌য়েন্দা শাখার ওসি মো. আশিকুর রহমান এবং কাওছার গুরুতর আহত হন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।